"পথ ভোলা" (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
আমি তো ঠিক তেমনই আছি -
শুধু বদলে গিয়েছো তুমি ,
আজও তোমার কথা মনে হলে ,
কাঁদি শুধু একা আমি |
কথা দিয়েছিলে কাছে কাছে রবে ;
হয়তো গিয়েছো ভুলে -
নীড় হারা পাখি সাথী খুঁজে ফেরে ;
তোমারই মত সেও গেছে পথ ভুলে |
"নন্দা" 30.4.15.
আমি তো ঠিক তেমনই আছি -
শুধু বদলে গিয়েছো তুমি ,
আজও তোমার কথা মনে হলে ,
কাঁদি শুধু একা আমি |
কথা দিয়েছিলে কাছে কাছে রবে ;
হয়তো গিয়েছো ভুলে -
নীড় হারা পাখি সাথী খুঁজে ফেরে ;
তোমারই মত সেও গেছে পথ ভুলে |
"নন্দা" 30.4.15.
No comments:
Post a Comment