"বাঁধন খুলে গেলে" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
=================
স্বপন দেখেছিনু ভোর রাতে ,
তুমি এসে দাঁড়িয়েছো -
মোর দ্বারে খুব প্রভাতে ,
হাসিমুখে আছো দু'হাত বাড়িয়ে -
গেলাম আমি দু'টি বাহুতে হারিয়ে |
ভোর রাতের স্বপন হয় বুঝি সফল !
তাই বাকি সময় শুধু প্রহর গোনা ,
মনে নিয়ে আশা, ভীরু ভালোবাসা ,
কখন যাবে রেলগাড়ির হুইসেল শোনা |
রেলগাড়ি ওই স্টেশনে ,
দাঁড়ালো বুঝি হায় -
তুমি আসবে এবার ,
ভেবেই আমি শরমে মরে যাই |
গেটের বাইরে আওয়াজ শুনে ,
দৌড়ে খুলি দরজা যেয়ে ,
পিওন এসে দাঁড়ালো দুয়ারে ,
চিঠি দিলো একখানি আমারে |
ভেবে হই সারা ,
তোমার আসার খবর আছে ওই- চিঠিতে ,
চিঠি খুলে পড়ে জ্ঞান হারালাম ,
পড়ে গেলাম আমি মাটিতে |
জঙ্গী দমনে গিয়েছিলে তুমি ,
ফিরতে পারোনি তাদের কবল থেকে ,
আমায় তুমি কার ভরসায় রেখে গেলে ?
কি হবে ? আর আমার বেঁচে থেকে ?
সরকার দিলো সম্মান তোমায় ,
অনেক মালা পড়লে গলে ,
আমার পড়ানো মালাটি শুধুই ,
তুমি ছিঁড়ে চলে গেলে !
নন্দা 27.10.16 2-30AM.
=================
স্বপন দেখেছিনু ভোর রাতে ,
তুমি এসে দাঁড়িয়েছো -
মোর দ্বারে খুব প্রভাতে ,
হাসিমুখে আছো দু'হাত বাড়িয়ে -
গেলাম আমি দু'টি বাহুতে হারিয়ে |
ভোর রাতের স্বপন হয় বুঝি সফল !
তাই বাকি সময় শুধু প্রহর গোনা ,
মনে নিয়ে আশা, ভীরু ভালোবাসা ,
কখন যাবে রেলগাড়ির হুইসেল শোনা |
রেলগাড়ি ওই স্টেশনে ,
দাঁড়ালো বুঝি হায় -
তুমি আসবে এবার ,
ভেবেই আমি শরমে মরে যাই |
গেটের বাইরে আওয়াজ শুনে ,
দৌড়ে খুলি দরজা যেয়ে ,
পিওন এসে দাঁড়ালো দুয়ারে ,
চিঠি দিলো একখানি আমারে |
ভেবে হই সারা ,
তোমার আসার খবর আছে ওই- চিঠিতে ,
চিঠি খুলে পড়ে জ্ঞান হারালাম ,
পড়ে গেলাম আমি মাটিতে |
জঙ্গী দমনে গিয়েছিলে তুমি ,
ফিরতে পারোনি তাদের কবল থেকে ,
আমায় তুমি কার ভরসায় রেখে গেলে ?
কি হবে ? আর আমার বেঁচে থেকে ?
সরকার দিলো সম্মান তোমায় ,
অনেক মালা পড়লে গলে ,
আমার পড়ানো মালাটি শুধুই ,
তুমি ছিঁড়ে চলে গেলে !
নন্দা 27.10.16 2-30AM.
No comments:
Post a Comment