শুনেছি তন্ত্রসাধনার মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করে | সেটাও তো সেই মা কালির সাধনা করেই অন্য সন্তানের ক্ষতি করা | আচ্ছা এই ক্ষতি কি দীর্ঘস্থায়ী হয় ? জানি অনেকে বিজ্ঞানের যুগে এটা বিশ্বাস করবেন না ; কিন্তু আমি ভুক্তভুগি এবং বিশ্বাস ও করি | স্বয়ং দেবী মা সন্তানের ক্ষতি করছেন ; ভক্তের আকুল প্রার্থনা শুনে , সকলেই মায়ের সন্তান অথচ মা সন্তানের অমঙ্গল করছেন | বাস্তব ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় জম্মদাত্রী মা ও সন্তানের অমঙ্গল চান ; পৃথিবীতে অনেক মা-ই আছেন যারা সন্তানের অমঙ্গল কামনা করেন ,তাদের সুখ সহ্য করতে পারেন না | বিশেষতঃ ছেলের বিবাহের পর পরের মেয়েটাকে যখন সহ্য করতে পারেন না তখন তার আসল রূপ ধরা পরে | নানান ভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যাতে সে তার বৌয়ের কথা না শোনে | বুদ্ধিমান ছেলে হলে নিজ চোখে ও নিজ কানে বৌ ও মায়ের কথোপকথন লুকিয়ে শুনেই বুঝতে পারে কে প্রকৃত দোষী | আর তখন বৌয়ের পক্ষ নিলেই ওই ছেলেটি পরিবারের চোখে বৌ ভেড়া হয়ে যায় | আবার অনেক মা নিজের সন্তানকে রেখে পরপুরুষের সাথে পালিয়েও যায় | মায়ের গোপন কিছু জেনে ফেলায় অনেক মা নিজ সন্তানকে সুপারি কিলার দিয়ে খুন ও করায় | যে মিথটা শত শত বছর ধরে চলে আসছে -"কু সন্তান অনেকের হয় , কু মাতা কখনোই নয় -" আজ এটা ভুল প্রমাণিত | নিজ অভিজ্ঞতা থেকে বললাম ; সকল নারীর প্রতি সম্মান রেখেই কারণ আমিও এক নারী ...
Thursday, October 20, 2016
শুনেছি তন্ত্রসাধনার মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করে | সেটাও তো সেই মা কালির সাধনা করেই অন্য সন্তানের ক্ষতি করা | আচ্ছা এই ক্ষতি কি দীর্ঘস্থায়ী হয় ? জানি অনেকে বিজ্ঞানের যুগে এটা বিশ্বাস করবেন না ; কিন্তু আমি ভুক্তভুগি এবং বিশ্বাস ও করি | স্বয়ং দেবী মা সন্তানের ক্ষতি করছেন ; ভক্তের আকুল প্রার্থনা শুনে , সকলেই মায়ের সন্তান অথচ মা সন্তানের অমঙ্গল করছেন | বাস্তব ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় জম্মদাত্রী মা ও সন্তানের অমঙ্গল চান ; পৃথিবীতে অনেক মা-ই আছেন যারা সন্তানের অমঙ্গল কামনা করেন ,তাদের সুখ সহ্য করতে পারেন না | বিশেষতঃ ছেলের বিবাহের পর পরের মেয়েটাকে যখন সহ্য করতে পারেন না তখন তার আসল রূপ ধরা পরে | নানান ভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যাতে সে তার বৌয়ের কথা না শোনে | বুদ্ধিমান ছেলে হলে নিজ চোখে ও নিজ কানে বৌ ও মায়ের কথোপকথন লুকিয়ে শুনেই বুঝতে পারে কে প্রকৃত দোষী | আর তখন বৌয়ের পক্ষ নিলেই ওই ছেলেটি পরিবারের চোখে বৌ ভেড়া হয়ে যায় | আবার অনেক মা নিজের সন্তানকে রেখে পরপুরুষের সাথে পালিয়েও যায় | মায়ের গোপন কিছু জেনে ফেলায় অনেক মা নিজ সন্তানকে সুপারি কিলার দিয়ে খুন ও করায় | যে মিথটা শত শত বছর ধরে চলে আসছে -"কু সন্তান অনেকের হয় , কু মাতা কখনোই নয় -" আজ এটা ভুল প্রমাণিত | নিজ অভিজ্ঞতা থেকে বললাম ; সকল নারীর প্রতি সম্মান রেখেই কারণ আমিও এক নারী ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment