"পরোয়া করলে না"
( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
লোকলজ্জা ,সমাজের ভয় ,
নাইবা করলে মা ,
জানি ভালোবেসে বিয়ে করলেও বাবাকে ,
সুখী তুমি ছিলেনা |
তোমার আকাশসম চাহিদা ছিলো -
পূরণে ,বাবা ছিলো অক্ষম ,
কতবার তোমাকে বলতে শুনেছি ,
চোখে কি দেখতে পারেনা তোমাকে যম ?
তোমার কথায় সত্যি হোল মাগো ,
যমেই নিয়ে গেলো তাকে ,
কয়েক মাসের ব্যবধানে ,
নুতন রূপে সাজালে তুমি নিজেকে |
সারাজীবন শুধু নিজের কথাই ,
ভাবলে তুমি মা ,
আমরা তোমার দু 'টি সন্তান ,
আমাদের কথা একটুও ভাবলে না |
জানি মাগো জানি সময়ের সাথে ,
জীবনও কারও থেমে থাকে না ,
বছর খানেক যেতে দিলে মাগো ,
খুব বেশী ক্ষতি হত না !
অল্প বয়সে ভালোবেসে নাকি ,
বিয়ে করেছিলে বাবাকে -
তোমার কাছে ভালোবাসা মানে ,
বাঁধা ছকে চিনেছো তুমি টাকাকে |
নন্দা 1.11.16 7PM.
( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
লোকলজ্জা ,সমাজের ভয় ,
নাইবা করলে মা ,
জানি ভালোবেসে বিয়ে করলেও বাবাকে ,
সুখী তুমি ছিলেনা |
তোমার আকাশসম চাহিদা ছিলো -
পূরণে ,বাবা ছিলো অক্ষম ,
কতবার তোমাকে বলতে শুনেছি ,
চোখে কি দেখতে পারেনা তোমাকে যম ?
তোমার কথায় সত্যি হোল মাগো ,
যমেই নিয়ে গেলো তাকে ,
কয়েক মাসের ব্যবধানে ,
নুতন রূপে সাজালে তুমি নিজেকে |
সারাজীবন শুধু নিজের কথাই ,
ভাবলে তুমি মা ,
আমরা তোমার দু 'টি সন্তান ,
আমাদের কথা একটুও ভাবলে না |
জানি মাগো জানি সময়ের সাথে ,
জীবনও কারও থেমে থাকে না ,
বছর খানেক যেতে দিলে মাগো ,
খুব বেশী ক্ষতি হত না !
অল্প বয়সে ভালোবেসে নাকি ,
বিয়ে করেছিলে বাবাকে -
তোমার কাছে ভালোবাসা মানে ,
বাঁধা ছকে চিনেছো তুমি টাকাকে |
নন্দা 1.11.16 7PM.
No comments:
Post a Comment