"হায়রে নারী জীবন"
( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
ছেলেবেলার দিনগুলি সব ,
কাটলো যেন তাড়াতাড়ি ,
কৈশোর যেন দাঁড়ালোই না ,
দিলো পরের বাড়ি পাড়ি |
পরের ঘরে অজানা সব ,
জানতে হবে নানান ভাবে ,
নিজের ব্যথা বুকে চেপে ,
তাদের ব্যথা ভুলাতে হবে |
যতই নারীর শিক্ষা থাক
হোকনা সে চাকুরীজীবী ,
স্বাধীনতায় তার না থাক বাঁধা !
সকল কাজে অনুমতিতেই সাধা |
বাপের দেওয়া পদবী তার ,
বিয়ের পরেই ছাড়তে হবে ,
পরের ঘরে থেকেই তবে ,
পরকে আপন করতেই হবে |
শ্বশুরবাড়ি যদি হয় ভালো ,
সম্পর্ক থাকবে বাপের ঘরের সাথে ,
তারা যদি না চায় তা ,
পারবেনা আসতে কোনো মতে |
চাকুরীজীবি নারী তুমি ,
সরকার দিলো অবসর ,
সংসারে তোমার নেই কোনো ছুটি ,
সেবা যত্ন ,কাজের থাকবেনা কোনো ত্রুটি |
পুরুষ তুমি রাজা মানুষ ,
অফিস দিলো অবসর ,
মোবাইল আর রিমোট নিয়ে ,
খেয়ে, দেয়ে কাটাও সময় তোমার |
নেই কোনো অবসর সব নারী জীবন !
মানো বা না মানো -
যুক্তি তর্ক যতই দেখাও ,
ফিরবেনা এই সমাজের চেতন |
জানি গো জানি ,বলবে সবে -
সব পুরুষ সমান নয় ,
তর্কের খাতিরে মেনেও নিলে ,
আদিকাল থেকে চলছে এটাই ভবে |
নন্দা 25.10.16 2AM.