প্রেমের আবার মাস কি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বসন্ত আসে প্রকৃতির নিয়মে ,
চারিপাশে শুধু লাল ফুলের সমারোহ ,
পলাশ ,কৃষ্ণচূড়া ,শিমুল -
নাম না জানা কত ফুল !
অনেকে বলেন ,
এই ফাগুন মাসে নাকি -
মনে জাগে প্রেমের আগুন !
প্রেম কি শুধু আসে এই ফাগুনেই ?
ফাগুনে আবির মেখে শরীর রাঙ্গাই ,
মনের আঙ্গীনা রঞ্জিত হয় কি ?
গাছের ডালে কোকিল যখন ;
কুহু স্বরে তার সাথীকে ডাকে ,
অনেকেই তখন তার সাথীহারা জীবনে -
একা ,একাই ঘরে বসে থাকে !
21.3.17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বসন্ত আসে প্রকৃতির নিয়মে ,
চারিপাশে শুধু লাল ফুলের সমারোহ ,
পলাশ ,কৃষ্ণচূড়া ,শিমুল -
নাম না জানা কত ফুল !
অনেকে বলেন ,
এই ফাগুন মাসে নাকি -
মনে জাগে প্রেমের আগুন !
প্রেম কি শুধু আসে এই ফাগুনেই ?
ফাগুনে আবির মেখে শরীর রাঙ্গাই ,
মনের আঙ্গীনা রঞ্জিত হয় কি ?
গাছের ডালে কোকিল যখন ;
কুহু স্বরে তার সাথীকে ডাকে ,
অনেকেই তখন তার সাথীহারা জীবনে -
একা ,একাই ঘরে বসে থাকে !
21.3.17
No comments:
Post a Comment