Sunday, March 12, 2017


ভুলতে চাই
           নন্দা মুখার্জী রায় চৌধুরী
রাত বুঝি অনেক হলো -
ঘুমিয়ে পড়েছে সবাই ,
নিঝুম রাতে ঘুমের বদলে -
স্মৃতিগুলি জেগে আমায় ভাবায় ।
প্রতিরাতে আমিও যে চাই ঘুম -
ভুলে যেতে চাই ,
আঘাত ,অপমান আর লাঞ্ছনা -
নিশুতরাতে এরা আমার-
মনের দরজায় কড়া নাড়ে ,
বদ্ধ দরজা খুলতে বাধ্য হই ,
পরিণামে নোনাজলে বালিশ ভেজে !
কি অপরাধে অপরাধী আমি জানিনা -
বিধাতা কেন আমায় নিয়ে নিঠুর খেলা করেন বুঝিনা -
ভালোবাসার বিনিময়ে পাওয়া যায় ভালোবাসা মানিনা ,
জীবনের সুখ ,শান্তি নিয়ে আর আমি ভাবিনা ।
নন্দা  11.03.17  2AM.

No comments:

Post a Comment