Monday, March 13, 2017


জানো কি
         নন্দা মুখার্জী  রায় চৌধুরী
খেলেছো হোলি  সবাই মিলে ,
মেখেছো মুখে রং !
বলতে পারো কেউ কি তোমার ,
রাঙ্গিয়েছিলো মন ?
প্রকৃতির নিয়মে এ ধরাতলে ,
আসে যে ফাগুন ,
জীবন আমাদের জ্বালাতে পারে ,
একজনই আগুন ।
কাছে সে থাক বা না থাক ,
ভালোবাসা বা বিরহে -
পুড়ে হবে মন ছাই !
কাছে এলে মনে হবে ,
দূরে কোথাও পালাই !
ভালোবাসতে এলে কাছে ,
লজ্জায় হবো লাল ,
তার বিরহে বিরহিনী হয়ে ,
কাটাবো অনন্তকাল ।
শয়নে ,স্বপনে ,দিবস ও রজনীতে -
ভাববো তারই কথা ,
তারই নাম কোরবো জপ ,
দিকনা সে শত ব্যথা ।
নন্দা   12.3.17

No comments:

Post a Comment