ঠিকানাহীন ভাবনা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাথার উপরে একটুখানি ছাদ চাই ,
চাই ছাদের উপরে উন্মুক্ত আকাশ ,
যেখানে দাঁড়িয়ে নিতে পারবো -
বুক ভরে নিশ্বাস ।
বর্ষাকালে আকাশ যখন থাকবে মেঘাচ্ছন্ন ,
থাকবে মনটা আমার উদাস ,
একাকী ঘরে হয়ে থাকবোনা বিরহিনী ,
বিরহ ব্যথা ভিজে করবো নির্যাস ।
আমার ভাবনা ,আমার ইচ্ছা -
সে একান্ত আমার ,
পারবেনা বাঁধা দিতে কেউ ,
আমার এলোমেলো ভাবনার ।
নন্দা 4.3.17 1AM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাথার উপরে একটুখানি ছাদ চাই ,
চাই ছাদের উপরে উন্মুক্ত আকাশ ,
যেখানে দাঁড়িয়ে নিতে পারবো -
বুক ভরে নিশ্বাস ।
বর্ষাকালে আকাশ যখন থাকবে মেঘাচ্ছন্ন ,
থাকবে মনটা আমার উদাস ,
একাকী ঘরে হয়ে থাকবোনা বিরহিনী ,
বিরহ ব্যথা ভিজে করবো নির্যাস ।
আমার ভাবনা ,আমার ইচ্ছা -
সে একান্ত আমার ,
পারবেনা বাঁধা দিতে কেউ ,
আমার এলোমেলো ভাবনার ।
নন্দা 4.3.17 1AM.
No comments:
Post a Comment