যায় না বোঝা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সমুদ্রে ওঠে ঢেউ ,
দেখতে লাগে বেশ ,
জীবন নদীতে আসলে তুফান ,
আটকাতে পারো কেউ ?
ঝড় যে আসে ডাইনী বেশে ,
যায়না তারে চেনা !
ভেঙ্গে চুরে সব চছনচ করে ,
তার করণীয় সকলের অজানা !
হারায় তখন জীবনের ছন্দ ,
কেটে যায় তার লয় ,
মুছে যায় স্বরলিপি তার -
ভেসে যায় আনন্দ ।
নন্দা 7.3.17 10PM.
No comments:
Post a Comment