কোথায় পাবো সম্মান
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পুকুর ভরা মাছ ,গোলা ভরা ধান -
ছিলো বাস পূর্ব পাকিস্তান ,
সম্মান বাঁচাতে অনেকেই এলো -
সবকিছু ছেড়ে এই হিন্দুস্থান ।
স্বপ্নপুরী ভেবে যারা হোলো উদবাস্তু -
মাথার উপর হারালো ছাদ ,
ভাঙ্গলো তাদের সকল স্বপন ,
দেখলো তারা- মানুষরূপী এখানেও জীবজন্তু !
কোথায় যাবো বন্ধু বলো ?
কোথায় পাবো মানুষের সম্মান ?
কোথায় বসে লিখবো আমরা ?
ঘুনে ধরা সমাজের কথা !
হারাবোনা একটুও মান ।
নন্দা 23.3.17
No comments:
Post a Comment