Wednesday, March 22, 2017

এ কেমন তুমি
      নন্দা মুখার্জী রায় চৌধুরী
কবিতা ! তুমি এমন কেন ?
কখনো তুমি চোখে আনো জল ,
কখনো বা তুমি আবেগে ভাষাও ,
মনটা করো উথাল পাতাল !
কবিতা ! তুমি কখনো আসো প্রেমিক রূপে ,
তোমায় কাছে পেয়ে ভাসি আমি আবেগে !
মাঝে মধ্যেই আমায় করো বিরহিনী ,
সকলের মাঝেও হয়ে পড়ি একাকিনী !
কখনোবা তুমি মাতৃরূপে ,কখনো পিতৃরূপে !
দেও আমায় সঙ্গ ,
স্নেহের পরশ বুলিয়ে দাও ,
আমার সারা অঙ্গ ;
বিদ্রোহী হয়ে যুবক ,যুবতীকে করো উদ্বুদ্ধ ।
তুমি অনন্ত --
তোমার মত বন্ধু আর কেউ নেই ,
তুমি আষ্ঠেপৃষ্ঠে আমায় জড়িয়ে আছো ,
নানান রূপে ,নানান ভাবে !
তুমি আমার চিরকালীন বন্ধু ,
যতদিন আমার চোখে দ্যুতি আছে ,
আমি তোমায় ছাড়বো না ।
নন্দা   21.3.17

No comments:

Post a Comment