মানেনা মন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনে স্নেহ ,ভালোবাসার ক্ষেত্রে -
যতবার হোঁচট খেয়েছি ;
ততবারই মাথা তুলে দাঁড়িয়ে ,
আবার তাদের দিকেই হাত বাড়িয়েছি ;
কখনো সে হাত ধরেছে কেউ ,
কখনো বা কেউ মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছে ,
দমে যাইনি - চেষ্টা চালিয়েছি -
মনে ভাবি বিধাতা যখন ,
এত স্নেহ ,ভালোবাসা অন্তরে দিলেন ;
যে মানুষগুলোর ভালো চাইলাম ,
যাদের নিঃস্বার্থ ভালোবাসা ,পরিশ্রম দিলাম -
তিনি তাদের বোধশক্তি দিলেন না কেন ?
তবে কি আমি পরাজিত ?
নাকি এটাই আমার ভাগ্য ?
নন্দা 11.3.17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনে স্নেহ ,ভালোবাসার ক্ষেত্রে -
যতবার হোঁচট খেয়েছি ;
ততবারই মাথা তুলে দাঁড়িয়ে ,
আবার তাদের দিকেই হাত বাড়িয়েছি ;
কখনো সে হাত ধরেছে কেউ ,
কখনো বা কেউ মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছে ,
দমে যাইনি - চেষ্টা চালিয়েছি -
মনে ভাবি বিধাতা যখন ,
এত স্নেহ ,ভালোবাসা অন্তরে দিলেন ;
যে মানুষগুলোর ভালো চাইলাম ,
যাদের নিঃস্বার্থ ভালোবাসা ,পরিশ্রম দিলাম -
তিনি তাদের বোধশক্তি দিলেন না কেন ?
তবে কি আমি পরাজিত ?
নাকি এটাই আমার ভাগ্য ?
নন্দা 11.3.17
No comments:
Post a Comment