Tuesday, March 28, 2017

                   আমাদের বাঙ্গালী সমাজের অন্তরটা অত্যন্ত কালো ; সমাজের মানুষের অন্তর যেন আরও কালো । সমাজ আমাদের খেতে পড়তে দেয়না -এটা ঠিক ; কিন্তু তবুও আমরা এই সমাজকে মেনেই এগিয়ে চলি ভবিৎষতের দিকে ।

                            সমাজটা এতটাই কলুষিত যে এখানে কোনো অবস্থাতেই একটা পুরুষ ও সমবয়সী একটা নারীর বন্ধুত্বকে  দীর্ঘদিন সু-নজরে দেখেনা । সেখানে যে ভাবেই হোক তারা আঘাত হানবে ! পিতৃমাতৃহীন সমবয়সী দুটি ভাইবোনও যদি দীর্ঘদিন একসাথে থাকে সেখানেও সমাজের মানুষেরা কথা বলতে ছাড়েনা । আমার দেখা একটি ঘটনা - মেয়ের কুষ্ঠি বিচার করে বাবা দেখলেন ,৩৬ বছর আগে মেয়ের বিয়ে দিলে মেয়েটি স্বামীহারা হবে । মা অনেকদিন আগেই গত হয়েছেন । পাড়াপ্রতিবেশীরা বাবা ,মেয়েকে নিয়েও কথা বলতে ছাড়েনি ! এটা কোন সমাজ ? ভালোবাসার সুন্দর সম্পর্কগুলি যাকে সমাজের শিক্ষিত ,ভদ্রলোকেরা (?) অবৈধ প্রেমে পরিণত করে ,যেখানে স্নেহ ,শ্রদ্ধা ,দায়িত্ব ,কর্তব্যগুলিকে কুনজরে দেখে বদনামের ঝড় তুলে দিয়ে সমাজে আখ্যায়িত ভদ্রলোকেরা (?) তাদের মনের কালোদিকটা বের করে দেয় অন্যদের সামনে - তারা কি সত্যিই সম্মানীয় ব্যক্তি ?

                            একটা সম্পর্ক গড়তে অনেকটা সময়ের দরকার । যখন সম্পর্কগুলি তিলতিল করে গড়ে তোলা হয় ; তখন কিন্তু সমাজ বা তার সদস্যরা কিংবা নিকট আত্মীয়রাও পাশে থাকেনা ,কিন্তু কলুষিত করে ভাঙ্গতে পারে ,বদনামের ভাগিদার করতে পারে ! এটাই কি সমাজ ?

দুঃখ- বিপদকে জয় করার মধ্যেই মনুষ্যত্ব । অম্লানবদনে বদনাম বা অপবাদকে সহ্য  করে সবকিছুকে উপেক্ষা করে যদি সম্পর্কগুলিকে রক্ষা করা যায় তাহলে দামী পোশাকপড়া নামী মানুষগুলির মুখে ঝামা ঘষে দেওয়া যায় । আর সহিষ্ণুতাই হচ্ছে সেই শক্তির মূল উৎস ।

                       তাই মনেহয় সুন্দর সম্পর্কগুলিকে নোংরা কথার জন্য নষ্ট না করে সময় দেওয়া উচিত যাতে করে ওই মানুষগুলির ভিতরের কালোদিকগুলিকে সম্পূর্ণভাবে উগরে দিতে পারে  ; তাহলে তাদের ভালোমানুষীর  মুখোশটাও সকলের কাছে খুলে  যাবে । তাই শুধু অপেক্ষা ! সম্পর্কের দ্বার রুদ্ধ করতে নয় ; ঐসব নোংরা মানুষগুলির মুখোশ উন্মোচন করতে !
  নন্দা

No comments:

Post a Comment