মাঝিহীন তরী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমার জীবনতরী দিয়েছি ভাসিয়ে ,
মাঝির নেইকো দেখা -
কেমনে আমি পার হবো নদী ,
আমি যে তরীতে একা !
কূলের ঠিকানা জানা নেই আমার ,
বাইতে পারিনা তরী -
উদাসমনে একা বসে সেথায় ,
শুধু ভাবনা সম্বল করি !
কথা ছিলো বাইবো তরী ,
একই বৈঠা হাতে -
হঠাৎ করেই হারালো মাঝি ,
ভেসে গেলো বুঝি অন্য স্রোতে !
নন্দা 19.3.17
No comments:
Post a Comment