Tuesday, March 14, 2017

আবার মিলন হবে
  নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি চলে এলাম তোমাদের ছেড়ে ,
স্বজ্ঞানে - সময় হয়েছে তাই ,
পাঁচ যুগেরও বেশি সময়  একসাথে থেকেছি ,
সুখে ,দুঃখে ,অভাবঅনটনে পরস্পরের পাশে ,
শুরু করেছিলাম একষট্টি বছর আগে ,
শুধু তুমি আর আমি -
আজ সংসার গন্ডিটা অনেক বড় ,
আমি জানি তোমার কোনো অভাব হবেনা ,
থাকবে শুধু আমার জন্য তোমার শুন্যতা ,
এ পারেও তোমার প্রতীক্ষাতে থাকবো ,
একটু ধর্য্য ধরো -
তোমার আমার আবার মিলন হবে ।
বি.দ্র:- আমার বড়দি ও  বড় ভগ্নিপতির একষট্টি বছরের বৈবাহিক জীবনের পরিসমাপ্তি ঘটে গত 21শে জানুয়ারী । বড়দার  স্মৃতির উর্দ্যেশ্যে আমার এই লেখাটি ।

নন্দা 24.2.17

No comments:

Post a Comment