Saturday, March 18, 2017

আমার_বাবা
        নন্দা মুখার্জী রায় চৌধুরী      
প্রতিটা মেয়ের জীবনে আমার মতে প্রথম পুরুষ তার বাবা । জম্মের পর থেকেই তার সান্নিধ্যে বড় হওয়া ,তার শিক্ষা ,তার রুচি ,তার আদর্শে মানুষ হওয়া ।          
বিচিত্র এই পৃথিবী ! হয়তো আরও বেশি বিচিত্র মানুষ আর মানুষের মন । তাই পৃথিবীতে মানুষের মন আর মনের মানুষ পাওয়া বড়ই কঠিন । কিন্তু সকল মনের অন্তঃপুরে আর একটি  শ্বাশত মন থাকে যেখানে আমার মনেহয় প্রতিটা মেয়ের জীবনে বাবার প্রবেশাধিকার সকলের আগে ।       
পেশায় আমার বাবা ছিলেন একজন আইনজীবী । অতি শান্ত ,মিষ্টভাষী ,মানবদরদী । সব থেকে বড় কথা তিনি ছিলেন বাস্তববাদী । অধিকাংশ কেস তিনি লড়তেন গরীবদের হয়ে ; টাকাপয়সা না নিয়ে । উপরন্ত পকেটের টাকা খরচ করে দূরদূরান্ত থেকে মক্কেলদের দুপুরের খাবার ব্যবস্থা করতেন ।স্বচ্ছল  পরিবারের সন্তান হওয়ার ফলেই তিনি তার রোজগারের অধিকাংশ টাকা গরীব দুঃখীদের মধ্যেই বিতরন করতেন । বহু গরীব মানুষের সন্তানদের তিনি শুধু অর্থ সাহায্যই নয় ; আমাদের নিজেদের বাড়িতে থাকার ব্যবস্থাও করেছেন । আমরা অনেকগুলি বোন এবং একটিমাত্র ভাই । আমাদের কখনোই তিনি নাম ধরে ডাকতেন না ,ডাকতেন 'মা' বলে । তাতে যেই সাড়া দিকনা কেনো । কথা বলতেন 'তুমি' করে । আমরা সকলেই যেন ছিলাম তার গর্ভধারিণী ।      সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আমাদের পড়াতে বসাতেন । আমার একদিদি যখন বি.এ. পড়ছেন তখন আমার বাবা তাকে একটি ইংরাজি প্রশ্নের উত্তর লিখে দেন । ওই অধ্যাপক সেদিন দিদির খাতাটি নিয়েই ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের ওই উত্তর পত্রটি লিখে নিতে বলেন ।         
এহেন মানুষটি সংসার জীবনে ছিলেন খুব উদাসীন । সবকিছু আমার মা ,ঠাকুমাকেই সামলাতে হত । তিনি এতটাই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন ,পাড়ার লোকেরা কেউ কেউ  তাকে শিবঠাকুর ও বলতেন । খড়ম পরে সিমেন্টের উপর থেকে হাঁটতেন কোনো শব্দ হতনা ।      
    ৮৬ সালের ২৮শে নভেম্বর তিনি মারা যান । আজও তাঁর  শিক্ষা ,তার আদর্শ নিয়ে চলার চেষ্টা করি । বৈবাহিক জীবনেও চেষ্টা করেছি স্বামীর কাছে তার গল্প করেকরে তাঁর আদর্শে উদ্বুদ্ধ করতে । কন্যা ও পুত্রের মধ্যেও তার আদর্শের বীজ বপন করতে সতেষ্ট থেকেছি । এমন একজন মানুষকে বাবা হিসাবে পেয়ে আমি পৃথিবীর সবথেকে সুখী কন্যা বলে নিজেকে মনে করি । পরজন্ম বলে সত্যিই যদি কিছু থাকে আমি জম্মজম্মান্তরে তাঁকেই বাবা হিসাবে পেতে চাই । আজকের যে আমি - আমার শিক্ষা ,ধ্যানধারণা ,রুচি ,দায়িত্ব ,কর্তব্য -সবই আমার বাবার দেওয়া । আমার চোখে শ্রেষ্ঠ আদর্শবাদী মহান মানুষ আমার বাবা । তিনি চলে গেছেন কয়েক যুগ আগে । কিন্তু তার দেওয়া শিক্ষা ছাড়া নিমেষেই আমি অচল ।  
"পিতা  স্বর্গ ,পিতা ধর্ম ------পিয়ন্তে সর্বদেবতা",, 
নন্দা

No comments:

Post a Comment