Friday, March 17, 2017

সত্যিই কি আমরা শিক্ষিত
        নন্দা মুখার্জী রায় চৌধুরী
দুদিন ধরে অনাহারে ক্লান্ত -
ছোট ছেলেটি আর না পেরে ফুটপাথে শুয়ে ,
সম্মুখে সারি সারি খাবারের দোকান ,
খাবারের গন্ধে ম ম করছে তার চারিদিক ।
খিদের যন্ত্রনা সহ্য করতে না পেরে ,
একটা পরোটা সে তুলে নেয় ,
খাওয়া তার আর হয়না ,
চোর অপবাদে তাকে মেরেই -
আধমরা করে রাখে সাধুরা !
যারা কোটি কোটি টাকা চুরি করে ,
তাদের গায়ে কিন্তু আচড়টিও লাগে না !
কখনো থানা ,পুলিশ ,জেলহাজত -
লোক দেখানো কত বিচার !
চুরির টাকা কিন্তু  ফেরৎ পাওয়া যায়না !
তাকে চোর অপবাদে লাথি ,ঘুষিও খেতে হয় না !
কিছুদিন পরেই বুক ফুলিয়ে আত্মসাৎ -
করা টাকা ফুর্তিতে সদব্যবহার করা !
তার নামের পরে 'বাবু' তকমাটিও থেকে যায় !
আর ওই শিশুটির হয়তো লোহার রডের -
গরম ছ্যাঁকায় পিঠে চোর কথাটি -
আজীবন থেকে যায় !
আমরা সমাজের শিক্ষিত(?) এবং ভদ্রলোক(?)  !

নন্দা   16.03.17 

No comments:

Post a Comment