Thursday, March 30, 2017

অতীত স্মৃতি
    নন্দা মুখার্জী রায় চৌধুরী
শুনশান রাস্তা ,
 রাতের আঁধার ,
  জানালায় চোখ রাখি ,
   ঘুম নেই আমার ।
    আনমনে চলে যাই ,
     সেই ছেলেবেলা ,
      বাবা যেন ডেকে বলেন ,
       "ঘুমা মা,উঠতে হবে সকালবেলা ।"
         তিন যুগ হোলো প্রায় ,
          বাবা কাছে নেই আমার ,
           এখনো যে শুনতে পাই ,
            গলা তার বারবার !
             খুব ভোরে চোখ মেলে -
              ঘুম চোখে তাঁকিয়ে ,
               হাসি মুখে বাবা যেন ,
                দাঁড়িয়ে আছেন শিয়রে !
                 "উঠে পর মা তুই ,
                   বই নিয়ে বোস এবার ,
                    সময় যে চলে যায় ,
                     যেতে হবে বহুদূর ।"
                       অতীত স্মৃতি আমার ,
                         বারবার পিছু ডাকে ,
                          কাছে থেকে বাবা যেন ,
                            দুঃখ ,যন্ত্রনা থেকে ,
                             আড়ালে আমায় রাখে ।
নন্দা   30.3.17

No comments:

Post a Comment