শেষ নেই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কষ্টগুলি জমা রেখে ,
ভালথাকার অভিনয়টা চালিয়ে যাওয়া ভালো ,
কি লাভ অন্যকে নিজের কষ্টের কথা বলে ?
হয়তো এমন একটা সময় আসবে -
আমাকেই আঘাত দিতে -
সে এটাকেই হাতিয়ার কোরবে !
তারথেকে ভালো কষ্টটা থাক -
গভীর রাতের জন্য !
যখন অন্ধকারেও মাঝেও -
কষ্টগুলির সাথে মুখোমুখি হওয়া যায় !
আচ্ছা ,চোখের ভিতর যে জলের খনি আছে ,
সেটা কি সমুদ্রের থেকেও গভীর ?
হৃদয় গভীর ! সেই গভীরতার মধ্যে ,
ভালোবাসা লুকিয়ে থাকে -
কিন্তু সেই হৃদয়ে তো আবার -
কষ্টগুলিও জমা হয় !
ভালোবাসা ,কষ্ট যেখানে জমা হয় ,
সেই গভীর হৃদয়ের কোনো তল আছে কি ?
কতটা কষ্ট ,কতটা ভালোবাসা ?
মাপার কোনো যন্ত্র সত্যিই যদি আবিষ্কৃত হত ,
তাহলেই হয়তো সুখী মানুষগুলিকে -
খুঁজে বের করা যেত !
নন্দা 28.3.17
No comments:
Post a Comment