সমাজ কাকে বলে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পরিবারের মুখে অন্ন তুলে দিতে -
রাতের আঁধারে রাস্তায় যে মেয়েটি ,
সস্তা দামের মেকাপ মুখে লাগিয়ে ,
ভদ্রলোকের (?) নজরে পড়তে দাঁড়িয়ে থাকে ,
সমাজ তাকে নষ্ট মেয়ে বলে !
স্বামীর অগাধ টাকা ,গাড়িবাড়ি যার আছে -
সে যদি পরপুরুষের সাথে মদ খেয়ে ,
হোটেলে রাত কাটায় -
তাকে কিন্তু ওই নষ্ট মেয়ের দলে ফেলা হয়না !
হয়তো দেখা যায় সেই মহিলাই বড় বড় অনুষ্ঠানে ,
হীরের অলংকার আর দামি পোশাকে -
সজ্জিত হয়ে সামনের সারিতে বসে আছেন !
যে মেয়েটি পেটের দায়ে নিজেকে বিকালো ,
সমাজের কাছে সে অচ্ছুৎ !
আর শুধুমাত্র ফুর্তি করতে যে -
অন্যের সাথে রাত কাটালো ,
সে সকলের কাছে সম্মানীয়া !
কারণ তার আছে টাকা ,
সবকিছু জেনে বুঝেও সকলে চুপ !
এটাই কি আমাদের সমাজে -
ধনী আর গরীবের পার্থক্য !
নন্দা 15.3.17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পরিবারের মুখে অন্ন তুলে দিতে -
রাতের আঁধারে রাস্তায় যে মেয়েটি ,
সস্তা দামের মেকাপ মুখে লাগিয়ে ,
ভদ্রলোকের (?) নজরে পড়তে দাঁড়িয়ে থাকে ,
সমাজ তাকে নষ্ট মেয়ে বলে !
স্বামীর অগাধ টাকা ,গাড়িবাড়ি যার আছে -
সে যদি পরপুরুষের সাথে মদ খেয়ে ,
হোটেলে রাত কাটায় -
তাকে কিন্তু ওই নষ্ট মেয়ের দলে ফেলা হয়না !
হয়তো দেখা যায় সেই মহিলাই বড় বড় অনুষ্ঠানে ,
হীরের অলংকার আর দামি পোশাকে -
সজ্জিত হয়ে সামনের সারিতে বসে আছেন !
যে মেয়েটি পেটের দায়ে নিজেকে বিকালো ,
সমাজের কাছে সে অচ্ছুৎ !
আর শুধুমাত্র ফুর্তি করতে যে -
অন্যের সাথে রাত কাটালো ,
সে সকলের কাছে সম্মানীয়া !
কারণ তার আছে টাকা ,
সবকিছু জেনে বুঝেও সকলে চুপ !
এটাই কি আমাদের সমাজে -
ধনী আর গরীবের পার্থক্য !
নন্দা 15.3.17
No comments:
Post a Comment