Thursday, March 2, 2017

#অনুকবিতা
          নন্দা মুখার্জী রায় চৌধুরী
হৃদয়ে পুঞ্জীভূত যন্ত্রনা ,
জানতে পারেনা কেউ ,
বাঁধ মানেনা চোখের জল ,
স্মৃতি রোমন্থনে সময় কাটানো ।
আশা ,আখাঙ্খা আর ভালোবাসা ,
হারিয়ে ফেলেছি তাদের ঠিকানা ,
লোক দেখানো সবকিছুই নিয়ন্ত্রণে ,
মনটাই রয়েছে লাগামছাড়া ।
                    নন্দা

No comments:

Post a Comment