Monday, March 20, 2017


      জ্বলন্ত অগ্নিকুন্ডের কাছে দাঁড়িয়ে থাকলে তার তাপ এসে গায়ে লাগে ; মনের ভিতর যখন আগুন জ্বলে কেউই তাকে দেখতে পায়না । দাউ ,দাউ করে জ্বলতে ,জ্বলতে একসময় তুষের আগুনের মত ধিকিধিকি করে আজীবন জ্বলে । অতি কাছের মানুষও তার উত্তাপ পায়না ।
   বিচিত্র এই মানব জনম !
   ঘরে ,বাইরে সর্বত্রই মুখোশ !
নন্দা   20.3.17

No comments:

Post a Comment