Sunday, February 5, 2017


অনুকবিতা
              নন্দা মুখার্জী রায় চৌধুরী
রাতের আকাশের তাঁরারা স্বাক্ষী ,
আমার গভীর ভালোবাসার ;
চলে গেছো তুমি -
ফিরবে না জানি ,
জ্বলবে না আলো ,
জীবনে আমার |
বিরহিনী সকলে আমার ব্যথায় ,
তবুও চোখ দু'টি শুধু আমায় কাঁদায় |

No comments:

Post a Comment