Friday, February 24, 2017


দারিদ্রের কাছে পরাজয়
     নন্দা মুখার্জী রায় চৌধুরী
হঠাৎ করেই হোলো দেখা ,
অনেকদিন পরে -
স্টেশনে দাঁড়িয়ে আছো ,
অনেক লোকের ভিড়ে |
নেই নেই করেও -
কুড়িটি বছর হবে ,
তবুও চিনলাম এক পলকেই |
চোখাচোখি হতেই -
এগিয়ে গেলাম কাছে ,
তুমি আগের মতোই জড়সড় !
লুকিয়ে রাখলে নিজেকে |
বয়েস থেকে অনেক বৃদ্ধ ,
হয়ে গেছো যেন -
শরীরের প্রতি অযত্ন ,অবহেলা -
এত করলে কেনো ?
আমায় তুমি ফিরিয়েছিলে ,
দারিদ্রের কথা বলে ;
এখনো কিন্তু রেখেছি অন্তর ,
তোমার জন্যই খুলে |
জানি আমি জানি,
তুমিও একা -
পারোনি  আপন করতে কাউকে ,
সেই একই কথা বলে -
এতদিন পরে -
আজও কি ফিরাবে আমাকে ?
নন্দা  21.2.17

No comments:

Post a Comment