Sunday, February 12, 2017

বসন্ত আসবে না
          নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রেমহীন জীবনে প্রকৃতি আনে বসন্ত বারবার ,
কোকিলের কুহুতানে উদাস করে মন আমার ,
রাধাচূড়া,কৃষ্ণচূড়া পাশাপাশি ফোঁটে গাছে ,
প্রেমের শিখাটি অভিমানেই নিভে গেছে ,
রাতজাগা চোঁখদুটির অশ্রুতে ভেজে বালিশ ,
কোরবোনা কারও কাছে কোনো অভিযোগ ,নালিশ,
অভিমান,আবেগ সব মিলেমিশে এক হয় ,
বুকের মাঝে কালবৈশাখীর তুফান থামে নাতো হায়!অবুঝ মনে শুধু জাগিয়ে রেখেছি আশা ,
কাছে যদি আসো কভু দেবে ভালোবাসা ,
বিছানায় একা আমি কাটে বিনিদ্র রজনী ,
খাড়া থাকে কানদুটি যদি পাই তব পদধ্বণি ।
নন্দা   ১০.২.১৭

No comments:

Post a Comment