Friday, February 17, 2017

দীপ নেভেনি
                নন্দা মুখার্জী রায় চৌধুরী
           
     আমার নীলাকাশ -
আজ অন্ধকারে ছেঁয়ে গেছে ,
স্বপ্নগুলো এলোমেলো হয়েছে ,
আমার ঘরের নিভিয়ে প্রদীপ ,
জ্বালিয়েছো অন্যের ঘরে আলো ,
জীবন নদীর শেষপাড়ে আমি দাঁড়িয়ে ,
তুমি পেয়েছো খুঁজে তোমার কূল ,
আছ প্রিয়ার জন্য দু'হাত বাড়িয়ে |
যেদিন আমি চলে যাবো -
এই পৃথিবী ছেড়ে ,
অজান্তে কখনো চোখ দু'টি গো -
যদি তোমার জলে ভরে ,
উঠবে সেদিন সূর্য্য দেখো ,
আরও উজ্জ্বল হয়ে -
আমার সকল কষ্ট ,গ্লানি ,
তাতেই যাবে মুছে ,ধুয়ে |
নন্দা   16.2.17   1.15 AM

No comments:

Post a Comment