আমার প্রশ্ন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বাঙ্গালীর আশা ,বাঙ্গালীর স্বপ্ন ,
বাঙ্গালীর অহংকার -
বাহান্ন সালের একুশে ফেব্রূয়ারি -
ভাষা আন্দোলন |
তিনশ পঁয়ষট্টি দিন ভুলে থাকি -
আমরা এই দিনটি ,
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে -
ছেলেমেয়েকে ইংরাজি মিডিয়ামে পড়িয়ে -
তাদের শিক্ষিত করে তুলি ;
বাংলা লিখতে ও পড়তে তারা জানেনা !
নেই কোনো সম্যক জ্ঞান,
ভাষা আন্দোলন সম্পর্কে !
আমরা বাঙ্গালী ,মাতৃভাষা বাংলা বলে,
আমরা গর্ব করি -
এইভাবে চলতে লাগলে -
আগামী প্রজম্ম একুশে ফেব্রূয়ারির -
মাহাত্ম মনে রাখতে পারবে কি ?
নন্দা 4.2.17 11-40 PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বাঙ্গালীর আশা ,বাঙ্গালীর স্বপ্ন ,
বাঙ্গালীর অহংকার -
বাহান্ন সালের একুশে ফেব্রূয়ারি -
ভাষা আন্দোলন |
তিনশ পঁয়ষট্টি দিন ভুলে থাকি -
আমরা এই দিনটি ,
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে -
ছেলেমেয়েকে ইংরাজি মিডিয়ামে পড়িয়ে -
তাদের শিক্ষিত করে তুলি ;
বাংলা লিখতে ও পড়তে তারা জানেনা !
নেই কোনো সম্যক জ্ঞান,
ভাষা আন্দোলন সম্পর্কে !
আমরা বাঙ্গালী ,মাতৃভাষা বাংলা বলে,
আমরা গর্ব করি -
এইভাবে চলতে লাগলে -
আগামী প্রজম্ম একুশে ফেব্রূয়ারির -
মাহাত্ম মনে রাখতে পারবে কি ?
নন্দা 4.2.17 11-40 PM.
No comments:
Post a Comment