এক পশলা বৃষ্টি চাই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি বড় ক্লান্ত -
চাই এক পশলা বৃষ্টি ,
একটুখানি ভিজতে চাই ,
আমার একাকিত্ব ,নিঃসঙ্গতাকে -
ধুয়ে ,মুছে সাফ করে ফেলতে চাই !
ভুলে যেতে চাই -
অতীতের সুখস্মৃতিগুলি !
সামনে এগিয়ে যেতে চাই ,
নুতন করে কাউকে দিতে চাই ,
আমার সাঁজানো পুষ্পাঞ্জলি |
নন্দা 17.2.17 1-30AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি বড় ক্লান্ত -
চাই এক পশলা বৃষ্টি ,
একটুখানি ভিজতে চাই ,
আমার একাকিত্ব ,নিঃসঙ্গতাকে -
ধুয়ে ,মুছে সাফ করে ফেলতে চাই !
ভুলে যেতে চাই -
অতীতের সুখস্মৃতিগুলি !
সামনে এগিয়ে যেতে চাই ,
নুতন করে কাউকে দিতে চাই ,
আমার সাঁজানো পুষ্পাঞ্জলি |
নন্দা 17.2.17 1-30AM
No comments:
Post a Comment