পাইনি কিছু
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আকাশের কোল বেয়ে ,
বৃষ্টি যখন ঝরে -
বিধাতার অপরূপ সৃষ্টিতে ,
ভিজতে ইচ্ছা করে |
আমার নয়ন হতে ,
অশ্রু যখন ঝরে -
সকলের অগোচরে ,
মুছি আঁচল দিয়ে |
জীবননদী পার হতে যেয়ে ,
কখনো জোয়ার, কখনো ভাঁটা ,
স্রোতের অনুকূলে সাঁতার কেটেছি যত ,
প্রতিকূল পেয়ে পিছিয়েছি শত |
জীবন থেমে থাকেনি -
সময়ের সাথে সেও দিয়েছে পাড়ি ,
পাওয়ার থেকে না পাওয়ার বোঝাটা,
আজ যেন বড্ড ভারী !
নন্দা 7.2.17 2PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আকাশের কোল বেয়ে ,
বৃষ্টি যখন ঝরে -
বিধাতার অপরূপ সৃষ্টিতে ,
ভিজতে ইচ্ছা করে |
আমার নয়ন হতে ,
অশ্রু যখন ঝরে -
সকলের অগোচরে ,
মুছি আঁচল দিয়ে |
জীবননদী পার হতে যেয়ে ,
কখনো জোয়ার, কখনো ভাঁটা ,
স্রোতের অনুকূলে সাঁতার কেটেছি যত ,
প্রতিকূল পেয়ে পিছিয়েছি শত |
জীবন থেমে থাকেনি -
সময়ের সাথে সেও দিয়েছে পাড়ি ,
পাওয়ার থেকে না পাওয়ার বোঝাটা,
আজ যেন বড্ড ভারী !
নন্দা 7.2.17 2PM.
FB te porechilam - tao abar porlam - Osadharon onuvuti //
ReplyDeleteমানব জীবনে অনুভুতিগুলি আমাদের সকলেরই হয়তো এক ,,,অনেক ধন্যবাদ আপনাকে ,,
ReplyDelete