Monday, February 13, 2017

কেনো অবহেলা


কেনো অবহেলা
              নন্দা মুখার্জী রায় চৌধুরী

জন্ম নিলাম মেয়ে রূপে ,
আঁতুরঘরে বাজলো না শাঁখ ,
আলোচনায় হোলো ঠিক ,
ব্লেডটা না পোড়ায় থাক !
অবহেলা ,অনাদরে -
বড় হচ্ছি আমি যখন ,
মায়ের কোল আলো করে ,
ভাই এলো ঠিক তখন ।
ভায়ের খাবার,ভায়ের পড়া ,
সব দিকেতেই সবার নজর ,
আমি কি খেলাম,পড়লাম ,
কেউ রাখেনা তার খবর !
একই মায়ের এলাম কোলে ,
আকাশ,পাতাল প্রভেদ মোদের !
কি অপরাধে হলাম অপরাধী ,
কোরবো নালিশ কাছে কাদের ?
বাইশেই আমি শ্বশুড়বাড়ি ,
ভাই উচ্চশিক্ষায় বিদেশে ,
দু'টি সন্তানের হলাম মা ,
জানিয়ে দিলো ভাই ফিরবেনা দেশে ।
শ্বশুড়,শ্বাশুড়ী নেই তো আমার ,
স্বামী,সন্তান সংসার -
অভাব আমার নেই যে কোনো ,
এখনও কাঁদে অন্তর আমার ।
প্রথম,প্রথম আসতো টাকা ,
বাবা,মায়ের তরে -
দিনে দিনে বন্ধ হল ,
অভাব এলো আমার বাপেরঘরে ।
নিয়ে এলাম তাঁদের আমি ,
আমার স্বামীর বাড়ি ,
সেবা দিয়ে,যত্ন দিয়ে ,
ছেলের দেওয়া আঘাত ভুলানোর ,
বৃথাই চেষ্টা করি ।
সব সময়েই ফেলেন অশ্রু ,
মুছাই আঁচল দিয়ে ,
করেন আদর এখন আমায় -
তাঁদের বুকের মাঝে নিয়ে ।
এই আদরে কত যে সুখ ,
পাইনি আমি ছেলেবেলায় !
অন্তর আমার আর কাঁদেনা ,
মেয়ে বলে অবহেলায় !
নন্দা  ১৩.২.১৭   দুপুর ১-২০ ।

No comments:

Post a Comment