তোমার পাগলী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি সাজবো শুধু তোমার জন্যই ,
পড়বো কাজল চোখে ,
কপালে দেবো লাল টিপ ,
গোলাপী রং ঠোঁঠে |
আমায় বলো পাগলী তুমি !
সাজবো তবে কেন ?
যেমন আছি তেমন করেই ,
আমায় বুকে টেনো ।
চুলগুলি সব থাকবে খোলা ,
পড়বো না কাজল চোখে -
ঠোঁট দু'টি কাঁপবে শুধু ,
মুখটি লুকাবো বুকে |
আমি পাগলী শুধু তোমার কাছেই -
ঠাঁই দিও বুকেই আমায় ,
সারাজীবন ডাকবে পাগলী -
ডাকটি ওই মুখেই মানায় |
নন্দা 18.2.17 9-30PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি সাজবো শুধু তোমার জন্যই ,
পড়বো কাজল চোখে ,
কপালে দেবো লাল টিপ ,
গোলাপী রং ঠোঁঠে |
আমায় বলো পাগলী তুমি !
সাজবো তবে কেন ?
যেমন আছি তেমন করেই ,
আমায় বুকে টেনো ।
চুলগুলি সব থাকবে খোলা ,
পড়বো না কাজল চোখে -
ঠোঁট দু'টি কাঁপবে শুধু ,
মুখটি লুকাবো বুকে |
আমি পাগলী শুধু তোমার কাছেই -
ঠাঁই দিও বুকেই আমায় ,
সারাজীবন ডাকবে পাগলী -
ডাকটি ওই মুখেই মানায় |
নন্দা 18.2.17 9-30PM.
No comments:
Post a Comment