জীবনে হাঁটতে ,হাঁটতে হঠাৎ আমরা থমকে দাঁড়াই ;বলা ভালো সেই মুহূর্তে জীবনের উপর থেকে যে মস্ত বড় ঝড় বয়ে যায় তারজন্যই দাঁড়াতে বাধ্য হই । হঠাৎ নামা বৃষ্টিতে মাথা বাঁচাতে যেমন কোথাও আশ্রয় নিই ; বৃষ্টি থেমে গেলে আবার বেরিয়ে পড়ি নিজ গন্তব্যে । জীবনের উপরে যে ঝড় আসে, ঝড়ের রেশ যতক্ষণ থাকে - সেই মুহূর্তে আমাদের জীবনের হাঁটাটাও বক্রপথে এগিয়ে চলে । এলোমেলো করে দেয় অনেককিছু । ভেঙ্গে পড়ি ,অসহায় হয়ে পড়ি । তছনচ করে দেওয়া সময়টাকে গুছিয়ে নিতে আরও অনেকটা সময় লাগে । সময়ের সাথে সাথে আমরা প্রতেক্যে গুছিয়েও নিতে পারি ! শুধু ক্ষত হয়ে থেকে যায় কিছু স্মৃতি । যে ক্ষত আজীবন সারেনা । সেই ক্ষত নিয়েই আবার জীবনের পথে হাঁটতে শুরু করি !!! হয়তো এরই নাম জীবন !!!
নন্দা 26.2.17 রাত আটটা ,,
নন্দা 26.2.17 রাত আটটা ,,
No comments:
Post a Comment