আজও ভালোবাসি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রথম ছোঁয়ার পরশে ,
রাঙ্গিয়েছিলে যেদিন মন ,
ছিলোনা সেদিন ভালোবাসার দিন ;
ফাগুনের কোনো ক্ষণ |
হঠাৎ করেই টেনেছিলে ,
বুকের মেঝেতে -
শরীর আমার কাঁপিয়ে দিয়ে ;
ঠোঁট দুটিতে আলতো পরশ দিলে যে !
ছিলোনা সেদিন কোকিলের কুহুতান ,
আমার হৃদয় ভরিয়ে দিয়েছিলে -
শুধু গেয়ে গান ;
চাওয়ার থেকেও অনেক বেশী ,
দিয়েছিলে আমায় ;
সেই দিনটি মনে রেখেই -
আজও ভালোবাসি তোমায় |
নন্দা 14.2.17 11-40
নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রথম ছোঁয়ার পরশে ,
রাঙ্গিয়েছিলে যেদিন মন ,
ছিলোনা সেদিন ভালোবাসার দিন ;
ফাগুনের কোনো ক্ষণ |
হঠাৎ করেই টেনেছিলে ,
বুকের মেঝেতে -
শরীর আমার কাঁপিয়ে দিয়ে ;
ঠোঁট দুটিতে আলতো পরশ দিলে যে !
ছিলোনা সেদিন কোকিলের কুহুতান ,
আমার হৃদয় ভরিয়ে দিয়েছিলে -
শুধু গেয়ে গান ;
চাওয়ার থেকেও অনেক বেশী ,
দিয়েছিলে আমায় ;
সেই দিনটি মনে রেখেই -
আজও ভালোবাসি তোমায় |
নন্দা 14.2.17 11-40
No comments:
Post a Comment