পাথরের মূর্তি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ভারতবর্ষের প্রতিটি দেশে এসেছি ঘুরে ,
দেখেছি অনেক ,শিখেছি আরও বেশি ,
স্বার্থের নেশায় ডুবেছে মানুষ ,
কেউ দেখেনা অসহায়কে ফিরে !
নিজেকে নিয়েই মশগুল সবে ,
কেউ রাখেন কারও খোঁজ ,
দিনের পর দিন উপবাসী কেউ ,
কারও সামনে নিত্য রাজভোজ |
মন্দিরে মন্দিরে পূজার ছলে ,
দুগ্ধে করে মূর্তি স্নান -
অবোধ শিশু দুধের অভাবে ,
মুখ করে থাকে ম্লান |
মূর্তির কাছে পরে থাকা দুধ ,
কোনো শিশু যদি ভুলে খায় ,
'অধর্ম' বলে চিৎকার করে সবে ,
বিনা দোষে গলাধাক্কা খায় !
সোনার আভরণে সর্জিত দেবদেবী ,
মন্দিরে বড় তালা -
অন্যায়ের কোনো প্রতিবাদ নেই ,
পাথরের মূর্তি বোবা ও কালা !
নন্দা 23.2.17
No comments:
Post a Comment