Wednesday, February 1, 2017


অনুকবিতা
         নন্দা মুখার্জী রায় চৌধুরী
ছোট্ট আমাদের জীবন ,
সুখ আর দুঃখ নিয়ে মেতে থাকি ,
চাহিদা অপরিসীম -
তার ফলেই যত কলহ আর অন্যায় ,
হঠাৎ করেই জীবনের পরিসমাপ্তি !
স্তদ্ধ হয়ে যায় সবকিছু ,
অমর  কেউ নয় !
অ-টাকে বাদ দিলে মর-ই হয় !
নন্দা   1.2.17  1AM.

No comments:

Post a Comment