Friday, February 17, 2017

      আমার ব্যর্থতা           নন্দা মুখার্জী রায় চৌধুরী      আমার মনের সাদা খাতায় ,
 এঁকেছিলাম এক আলপনা ,
 পূজার অর্ঘ্য সাজিয়েছিলাম ,
 কোরবো তোমার বন্দনা | 

শাঁখ বাজিয়ে উলু দিয়ে ,
 নিলো তোমায় বরণ করে ,
শুভদৃষ্টির সময় দেখলাম ,
মুখটি আছো কালো করে | 

অনেক ভাবনা নিয়ে মনে ,
এলাম আমি তোমার সনে ,
প্রথম রাতেই জানিয়ে দিলে -
মনটি বাঁধা তোমার অন্যখানে |  
১৬.২.১৭    ১২.৩০ AM.

No comments:

Post a Comment