Tuesday, February 14, 2017

ভালোবাসা মানুষকে কেন যে কাঁদায় -              
বার বার ধরা দিয়ে দূরে চলে যায় গো              
দূরে চলে যায় -                                       
ভালবাসে যত - ব্যথা দেয় শত -                
ছলনাতে ভুলিয়ে কেনো ?                              ভালোবাসি ,ভালোবাসি -
বলে বার বার         
অনেক আঘাতের পর ,
 বুঝেছি এবার              
দুনিয়াটা বড়ো স্বার্থপর                                    
এতদিন পরে বুঝলাম -
 কেউ কারো নয় / 28.12.15.

No comments:

Post a Comment