Sunday, June 24, 2018

সময় বাঁধা
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

চেয়েছিলাম আকাশ ছুঁতে,
দিলেনা সঙ্গ আমায়,
তারা হলে রাতের আকাশে,
স্বপন আজ মেঘে ভাসে।
বুকের ব্যথায় অশ্রু ঝরে,
স্বপ্ন ভেজে বরিষণে।
জানলার পাশে একাকী,
তারাদের মাঝে তোমায় দেখি।
ইচ্ছে করে আমিও হই তারা,
তোমার মতই অন্যকে দিই ফাঁকি। 
তোমার কাছে একটু বসি,
তোমার সাথেই কাঁদি-হাসি।

#নন্দা ৩০-১১-১৭

No comments:

Post a Comment