Saturday, June 16, 2018

লোক দেখানো
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

সমাজের মাঝে হাহাকার আজ,
রাজনীতিতে চালবাজি,
চিটফান্ডের খপ্পরে পড়ে,
জীবনকেই ধরে বাজি!

মুখোশধারী বন্ধু স্বজন,
অর্থ,যশের লোভী,
সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতা,
প্রচারে হতে চায় কবি।

অন্যের ঘরে লাগিয়ে আগুন,
নিজে খোঁজে সুখ,
আদিখ্যেতার চরমে পৌঁছায়,
এটাও এক ধরনের অসুখ।

#নন্দা

No comments:

Post a Comment