Friday, June 22, 2018

ধর্ষন কি শুধু শারীরিকই হয়?
অশ্রিল ইঙ্গিতে নয়?
শারীরিক ধর্ষন হলেই দেখি
কলম লেখকের গর্জে ওঠে!
অনেক সময় পথেও নামেন।
কিন্তু অদ্ভুতভাবে দেখছি মানসিক ধর্ষনকারীকে সেই সব মানুষই-
কলমের সাহায্যেই আড়ালে রেখে চলেছে।
এটাই কি রীতি?
যেখানে অর্থ সেখানে অপরাধীর
সব দোষ মাফ!
যতক্ষন না নিজের ঘরে আগুন লাগে-
ততক্ষন অন্যের ঘরের আগুনের
লেলিহান শিখা ওরা দেখতে পায়না?
তবে কি সাহিত্যিকের কলমের ভাষা
আর মনের কথার বিস্তর ফারাক?

#নন্দা

No comments:

Post a Comment