ধর্ষন কি শুধু শারীরিকই হয়?
অশ্রিল ইঙ্গিতে নয়?
শারীরিক ধর্ষন হলেই দেখি
কলম লেখকের গর্জে ওঠে!
অনেক সময় পথেও নামেন।
কিন্তু অদ্ভুতভাবে দেখছি মানসিক ধর্ষনকারীকে সেই সব মানুষই-
কলমের সাহায্যেই আড়ালে রেখে চলেছে।
এটাই কি রীতি?
যেখানে অর্থ সেখানে অপরাধীর
সব দোষ মাফ!
যতক্ষন না নিজের ঘরে আগুন লাগে-
ততক্ষন অন্যের ঘরের আগুনের
লেলিহান শিখা ওরা দেখতে পায়না?
তবে কি সাহিত্যিকের কলমের ভাষা
আর মনের কথার বিস্তর ফারাক?
#নন্দা
অশ্রিল ইঙ্গিতে নয়?
শারীরিক ধর্ষন হলেই দেখি
কলম লেখকের গর্জে ওঠে!
অনেক সময় পথেও নামেন।
কিন্তু অদ্ভুতভাবে দেখছি মানসিক ধর্ষনকারীকে সেই সব মানুষই-
কলমের সাহায্যেই আড়ালে রেখে চলেছে।
এটাই কি রীতি?
যেখানে অর্থ সেখানে অপরাধীর
সব দোষ মাফ!
যতক্ষন না নিজের ঘরে আগুন লাগে-
ততক্ষন অন্যের ঘরের আগুনের
লেলিহান শিখা ওরা দেখতে পায়না?
তবে কি সাহিত্যিকের কলমের ভাষা
আর মনের কথার বিস্তর ফারাক?
#নন্দা
No comments:
Post a Comment