Saturday, June 30, 2018

ভুল করি
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

মানুষ চিনতে পারিনা,
বারবার ভুল করি।
কেউ একটু ভালো কথা বললেই-
তাকে আপন ভেবে ভালোবাসি।
আসলে মানুষের মত দেখতে সবাই,
কিন্তু অধিকাংশই মানুষ নয়।
মুখ ও মুখোশের পার্থক্যটা-
আমি সত্যিই বুঝতে পারিনা।
এই ভুল করাটা এতটাই-
আমার মনে প্রভাব ফেলে-
চা হয়ে যায় নোনতা আর তরকারিটা মিষ্টি,
তবুও মানুষের আদলে গড়া-
মানুষগুলিকে মন থেকেই ভালোবেসে ফেলি।
বারবার ভুল করি,মুখোশটা খুলে গেলে-
তাই আঘাতটা পাই বেশি।

#নন্দা    ২৯-৬-১৮     রাত ১০-৪৫

No comments:

Post a Comment