বেইমান
নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রাচীরের গাত্রে আগাছার মত বড় হচ্ছিলে,
ভালোবেসে হাতে ধরে তুলে এনে ঠাঁই দিলাম-
নিজের ফুল-বিতানে।
দিনরাত পরিশ্রম দিয়ে একটু একটু করে তোমায়,
বড় করতে লাগলাম।
আস্তে আস্তে তুমি আমার বিতানের সকলকে ছাড়িয়ে-
মাথা তুলে দাঁড়ালে।
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ সহ্যসীমা অতিক্রম করলে,
সুশীতল বাতাসের আশায়
তোমার শাখাতলে যেয়ে দাঁড়ালাম।
আর তুমি অকৃতজ্ঞ, বেইমানের মত,
তোমার ভারী একটি ডাল-
হুড়মুড়িয়ে ভেঙ্গে আমার কাঁধের উপর ফেললে।
ভূ-লুন্ঠিত হয়ে যন্ত্রনায় কাতরাতে লাগলাম,
হয়তো তখন তুমি মনেমনে হাসছো!
আমি ভুলেছিলাম;আগাছা আগাছায় হয়,
তাকে যতই যত্ন করে বড় করিনা কেন,
সে নাম, পরিচয় গোত্রহীন!
একটি না হোক, বেশ কয়েকটি কোপে তোমায় শেষ করে দিতে পারতাম,
বিবেক বাঁধা দিলো,
শত হোক তোমার বেড়ে উঠা আমার বিতানে।
#নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রাচীরের গাত্রে আগাছার মত বড় হচ্ছিলে,
ভালোবেসে হাতে ধরে তুলে এনে ঠাঁই দিলাম-
নিজের ফুল-বিতানে।
দিনরাত পরিশ্রম দিয়ে একটু একটু করে তোমায়,
বড় করতে লাগলাম।
আস্তে আস্তে তুমি আমার বিতানের সকলকে ছাড়িয়ে-
মাথা তুলে দাঁড়ালে।
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ সহ্যসীমা অতিক্রম করলে,
সুশীতল বাতাসের আশায়
তোমার শাখাতলে যেয়ে দাঁড়ালাম।
আর তুমি অকৃতজ্ঞ, বেইমানের মত,
তোমার ভারী একটি ডাল-
হুড়মুড়িয়ে ভেঙ্গে আমার কাঁধের উপর ফেললে।
ভূ-লুন্ঠিত হয়ে যন্ত্রনায় কাতরাতে লাগলাম,
হয়তো তখন তুমি মনেমনে হাসছো!
আমি ভুলেছিলাম;আগাছা আগাছায় হয়,
তাকে যতই যত্ন করে বড় করিনা কেন,
সে নাম, পরিচয় গোত্রহীন!
একটি না হোক, বেশ কয়েকটি কোপে তোমায় শেষ করে দিতে পারতাম,
বিবেক বাঁধা দিলো,
শত হোক তোমার বেড়ে উঠা আমার বিতানে।
#নন্দা
No comments:
Post a Comment