Saturday, June 16, 2018

আমার সম্পদ
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

আগের মতন জানালার কাছে বসে
জ্যোস্না দেখতে আর ভালোলাগেনা!
তবুও বসে থাকি জানালার কাছে,
স্বপ্নের জাল বোনা আর হয়না!
সুতোটা বড্ড তাড়াতাড়ি কেটে গেলো,
সত্যি নিয়তির কাছে আমরা খুব অসহায়।
জীবনের চেনা ছন্দ হারিয়ে গেলেও-
কি অদ্ভুতভাবে আমরা বেঁচে থাকি!
যাকে ছাড়া বাঁচবোনা ভাবি,
তাকে ছাড়াই দিব্যি বেঁচে থাকি।
সূর্য্য উঠা আর অস্ত যাওয়াএকটা নিত্যনৈমত্তিক ঘটনা,
আমার বেঁচে থাকাটাও একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
কিছু মুহূর্ত,কিছু স্বপ্ন আর কিছু ভালোলাগা-
তোমাকে হারিয়ে এগুলিই আমার বাঁচার সম্পদ।

#নন্দা

No comments:

Post a Comment