কল্পনা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অজস্র লোকের ভিড়ে,
তোমায় দেখি কল্পনাতে,
পাশেই যেন চলো তুমি,
সঙ্গী হয়েই থাকো সাথে।
সমস্ত কল্পনা জুড়ে-
যে মানুষটার বাস,
তাকে চোখ বুজে অনুভব করতে হয়,
যায়না তাকে ছোঁয়া অনুভবে পরশ পাই।
শিউলিতলায় কুয়াশা ঝরা সকালে,
তার গায়ের গন্ধ ভেসে আসে।
শীতের লেপ গায়ে জড়িয়ে তার ছোঁয়া পাই,
ব্যালকনিতে বসে বৃষ্টির ছোঁয়ায় শিহরিত হই,
আবেগে চোখ দু'টি বুজে আসে;
মনেহয় সে যেন পাশেই আছে।
ভাবনার জাল যখন ছিড়ে যায়,
বৃষ্টির জল, চোখের জল এক হয়।
#নন্দা ২১-৬-১৮ রাত ১-৫০
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অজস্র লোকের ভিড়ে,
তোমায় দেখি কল্পনাতে,
পাশেই যেন চলো তুমি,
সঙ্গী হয়েই থাকো সাথে।
সমস্ত কল্পনা জুড়ে-
যে মানুষটার বাস,
তাকে চোখ বুজে অনুভব করতে হয়,
যায়না তাকে ছোঁয়া অনুভবে পরশ পাই।
শিউলিতলায় কুয়াশা ঝরা সকালে,
তার গায়ের গন্ধ ভেসে আসে।
শীতের লেপ গায়ে জড়িয়ে তার ছোঁয়া পাই,
ব্যালকনিতে বসে বৃষ্টির ছোঁয়ায় শিহরিত হই,
আবেগে চোখ দু'টি বুজে আসে;
মনেহয় সে যেন পাশেই আছে।
ভাবনার জাল যখন ছিড়ে যায়,
বৃষ্টির জল, চোখের জল এক হয়।
#নন্দা ২১-৬-১৮ রাত ১-৫০
No comments:
Post a Comment