Friday, June 29, 2018

বাংলা লতিফা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

অনুভবে

মন যে আমার উদাস বাউল,
সারাদিন মনেমনে গান করি,
মুক্ত আকাশে একঝাঁক বলাকার সাথে,
খুশির আমেজে আমি যে উড়ি।
বলাকারা উড়ে চলে আকাশ পানে,
অনুভবে থাকি আমি তাদের সনে।

# নন্দা 

No comments:

Post a Comment