Tuesday, June 5, 2018

তুমি এলে
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

           হঠাৎ আসা বৃষ্টি,
           ভিজে গেছি আমি,
       চারিপাশে জল থৈ থৈ,
       ভিজে গেছে সমস্ত শরীর,
       শাড়ির প্রতি পাটেপাটে,
       জল ছাড়েনি ঠোঁট দুটিকে,
       ভিজিয়ে দিয়েছে তাকেও, 
       চিবুক থেকে টুপটাপ ধারা,
       পড়ছে শিহরিত শরীরে।

এ তো ঠিক যেন তোমার সোহাগ,
      তুমি যা দিতে আগে,
নির্জন দুপুরে জলমধ্যে দাঁড়িয়ে,
      চারিদিকে চেয়ে দেখি,
       কোথাও তুমি নেই!
       মনেমনে ভাবি-
তবে কি বৃষ্টি হয়েই ছদ্মবেশে-
       এলে আমার কাছে?

# নন্দা 

No comments:

Post a Comment