সন্তান চোর
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমাকে উজাড় করে ভালোবেসে,
কাছে টেনে নিয়েছিলাম,
তোমায় বিশ্বাস করে সংসারের-
খুঁটিনাটি সব জানিয়েছিলাম।
একটু একটু করে তুমি আমার-
অন্দরমহলে ঢুকেছিলে।
আমাকে গর্ভবতী দেখে-
তোমার লোভ হয়েছিলো!
প্রসবের পূর্ব পর্যন্ত-
তুমি আমার সঙ্গ ছাড়োনি!
সন্তান জম্ম দিতে যে কষ্ট-
যে যন্ত্রনা সব পেলাম আমি!
তুমি আমার সন্তানকে চুরি করলে?
আমায় জম্মদাত্রী হিসাবে অস্বীকার করলে?
এত বিষ তোমার মনের মধ্যে ছিলো?
তুমি তো নরকের কীটেরও অধম!
সকলের কাছে নিজেকে-
মা বলে পরিচয় দিচ্ছ-
পরকালের ভয় তোমার নেই ?
ও,তুমি তো আবার ঈশ্বর মানোনা!
আমার চোখের জল-
তোমার জীবনের অভিশাপ হবেনা?
পারবে তো শেষবেলায় জবাবদিহি করতে?
যারা তোমার পাশে থেকে সহযোগীতা করছে,
তাদের মনের খবর রাখো কি?
তারাই যে নিত্য আমার সন্তানের খবর
আমায় দেয় জানো কি তা ?
চোরের উপর বাটপারী হবে না তো ?
মানুষ হও,মনুষ্যত্ববোধ জাগাও।
# নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমাকে উজাড় করে ভালোবেসে,
কাছে টেনে নিয়েছিলাম,
তোমায় বিশ্বাস করে সংসারের-
খুঁটিনাটি সব জানিয়েছিলাম।
একটু একটু করে তুমি আমার-
অন্দরমহলে ঢুকেছিলে।
আমাকে গর্ভবতী দেখে-
তোমার লোভ হয়েছিলো!
প্রসবের পূর্ব পর্যন্ত-
তুমি আমার সঙ্গ ছাড়োনি!
সন্তান জম্ম দিতে যে কষ্ট-
যে যন্ত্রনা সব পেলাম আমি!
তুমি আমার সন্তানকে চুরি করলে?
আমায় জম্মদাত্রী হিসাবে অস্বীকার করলে?
এত বিষ তোমার মনের মধ্যে ছিলো?
তুমি তো নরকের কীটেরও অধম!
সকলের কাছে নিজেকে-
মা বলে পরিচয় দিচ্ছ-
পরকালের ভয় তোমার নেই ?
ও,তুমি তো আবার ঈশ্বর মানোনা!
আমার চোখের জল-
তোমার জীবনের অভিশাপ হবেনা?
পারবে তো শেষবেলায় জবাবদিহি করতে?
যারা তোমার পাশে থেকে সহযোগীতা করছে,
তাদের মনের খবর রাখো কি?
তারাই যে নিত্য আমার সন্তানের খবর
আমায় দেয় জানো কি তা ?
চোরের উপর বাটপারী হবে না তো ?
মানুষ হও,মনুষ্যত্ববোধ জাগাও।
# নন্দা
No comments:
Post a Comment