সাথে নেই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কদম ফুলের সুবাসে ভরেছে,
আমার বাড়ির চারিপাশ,
বৃষ্টির দিনে জানালা খুলে,
বুক ভরে নিই নিঃশ্বাস।
ভরা বর্ষার দুপুর বেলা,
কত কথা পড়ে মনে,
হারিয়ে গেলো সোনালী দিনগুলি,
বেদনার অশ্রু চোখের কোণে!
সবকিছু বোঝার আগে,
একা হলাম এ জগতে,
সব সেই আগের মতই,
নেই শুধু তুমি সাথে।
# নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কদম ফুলের সুবাসে ভরেছে,
আমার বাড়ির চারিপাশ,
বৃষ্টির দিনে জানালা খুলে,
বুক ভরে নিই নিঃশ্বাস।
ভরা বর্ষার দুপুর বেলা,
কত কথা পড়ে মনে,
হারিয়ে গেলো সোনালী দিনগুলি,
বেদনার অশ্রু চোখের কোণে!
সবকিছু বোঝার আগে,
একা হলাম এ জগতে,
সব সেই আগের মতই,
নেই শুধু তুমি সাথে।
# নন্দা
No comments:
Post a Comment