বাংলা লতিফা
তোমার বিহনে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যে পথে আমরা হেঁটেছি দু'জনে,
সে পথে আমি আজ একা ।
তোমার বিহনে বিরহিনী আমি,
জানি দেবেনা আর দেখা।
চেতন-অবচেতনে আছ তুমি,
জীবন তবুও আজ ফাঁকা।
তোমার বিহনে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যে পথে আমরা হেঁটেছি দু'জনে,
সে পথে আমি আজ একা ।
তোমার বিহনে বিরহিনী আমি,
জানি দেবেনা আর দেখা।
চেতন-অবচেতনে আছ তুমি,
জীবন তবুও আজ ফাঁকা।
No comments:
Post a Comment